রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত হয়েছে মো. কবির হোসেন।
আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় প্রেস ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে এবং সর্ব সম্মতিক্রমে সাধারন সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত সাধারন সভায় নির্বাহী সদস্য কবির হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়। গত ১৮ মে প্রেস ক্লাবের এক সভায় বক্তৃতায় ,কাপ্তাই প্রেস ক্লাবের বর্তমান সভাপতি কাজী মোশাররফ হোসেন পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার মৌখিক ঘোষণা দেন।
এসময় সভায় উপস্থিত সদস্যরা তাকে মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত থাকতে অনুরোধ জানান। তিনি সদস্যদের অনুরধ গ্রহণে অপারগতা প্রকাশ করেন।
আজ শনিবার (১৮ জানুয়ারি) কাপ্তাই প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারন সভায় তিনি পদত্যাগ পত্র জমা করলে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়। সেই সাথে মো. কবির হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। তিনি চলতি কমিটির মেয়াদ পূর্ণ করা পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন বলে জানা গিয়েছে।
অপরদিকে সভায় বিদায়ী সভাপতি কাজী মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারন সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সদস্য মো. নজরুল ইসলাম লাবলু ও অর্ণব মল্লিক উপস্থিত ছিলেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com