বান্দরবান:- বান্দরবানের লামায় অপহরণের উনিশ ঘণ্টা পর অপহৃত ৭ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া সাতটায় যৌথ বাহিনীর সদস্যরা সুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে এগারোটার সময় পাহাড়ের অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীরা লামা উপজেলার সরই ইউনিয়নের লুলাইং খালের পার্শ্ববর্তী এলাকায় খামার থেকে অস্ত্রের মুখে ৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতরা সকলেই চট্টগ্রামের লোহাগাড়া, কক্সবাজারের চকরিয়া, মানিকপুর এলাকার শ্রমিক খামারে কাজ করতে গিয়েছিল। অপহরণকারীরা অপহৃতদের পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে পাহাড়ের বমুখাল এলাকা জঙ্গলে সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রধারীরা অপহৃতদের ছেড়ে দিয়ে পালিয়ে গেলে গ্রামের পার্শ্ববর্তী এলাকা থেকে যৌথ বাহিনী তাদের উদ্ধার করে। উদ্ধার শ্রমিকরা হলেন মো. আমিন (৩৫), তার ছেলে মো. সাকিব (১৪), মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), খামার মালিকের ছেলে মো. জাভেদ (২৬), আসাদ (১৮) এবং মো. আবু হানিফ (২১)। সরই ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিস জানান, খেত–খামারে কাজ করতে যাওয়া ৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারীরা। তবে অপহরণের সঙ্গে কারা জড়িত বিষয়টি জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের লামা ক্যায়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আতিকুর রহমান জানান, অপহৃত ৭ শ্রমিককে উদ্ধার করেছে যৌথ বাহিনী। অপহরণকারী যৌথ বাহিনীর অভিযানের মুখে অপহৃতদের মুক্তি দিয়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, অপহৃত শ্রমিকরা সুস্থ শরীরে উদ্ধার হয়েছে। উদ্ধারের পর অপহৃতরা স্বজনদের কাছে খামার বাড়িতে রয়েছে। দীর্ঘ উনিশ ঘণ্টা পর তাদের সন্ধ্যায় উদ্ধার করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com