ডেস্ক রিপোট:- বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পড়শীর বড় ভাই স্বাক্ষর বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। জানা গেছে, পড়শী ও নিলয় একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। পরে দুই পরিবারের সম্মতি ও উপস্থিতিতে বিয়ে হয়। যদিও বিয়ের খবরটি আগামী ফেব্রুয়ারীতে প্রকাশের পরিকল্পনা ছিলো দুই পরিবারের। জানা গেছে, পড়শী ও নিলয় ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে দুই প্রতিযোগী ছিলেন তারা। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে। ছিল কয়েক মাস। এরপর পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাঁদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com