রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাউখালীর বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) প্যারেড মাঠে ১৬তম ব্যাচ ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের ০৬ (ছয়) মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত কুচকাওয়াজ ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌ পুলিশের এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল কুসুম দেওয়ান।
অনুষ্ঠানে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বেতবুনিয়া পিএসটিএস এর কমান্ড্যান্ট (অ্যাডিশাল ডিআইজি) ড. মোঃ আব্দুস সোবহান পিপিএম। এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকার ডিআইজি পিপিএম মোহাম্মদ মুসলিম, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোঃ হুমায়ুন কবির, সিআইডি চট্টগ্রাম মেট্টোর পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ। এতে বেতবুনিয়া পিএসটিএস’র অতিরিক্ত পুলিশ সুপারগণ এবং বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ বীর মুক্তিযুদ্ধা, সাংবাদিক, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ টিআরসিদের অভিভাবক, আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্যারেড কমান্ডার ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মারেফুল করিম। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com