রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায় অবস্থিত ১০টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ সময় ইটভাটাগুলোকে ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের নেতৃত্বে হাইর্কোটের নির্দেশ অনুযায়ী উপজেলার ৭টি অবৈধ ভাটায় এই অভিযান পরিচালনা করে তা বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা জানান, হাইকোর্টের আদেশ অনুযায়ী জেলায় অবৈধ ইটভাটা বন্ধের অংশ হিসেবে গত শুক্রবার ৩টি এবং গতকাল শনিবার আরো ৭টি ইটভাটাসহ ১০টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। খবর বাসসের।
তিনি আরো জানান, ইটভাটাগুলোকে ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিনুল ইসলাম, কাউখালী ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com