ডেস্ক রির্পোট:- ২০২৫ শিক্ষাবর্ষের দাখিল ৯ম ও ১০ম শ্রেণীর 'বাংলা ব্যাকরণ ও নিমিতি' বইয়ের কভার পৃষ্ঠায় 'আদিবাসী' শব্দ অন্তর্ভুক্ত করায় জড়িতদের অপসারণ ও শাস্তির দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন 'স্টুডেন্টস ফর সভারেন্টি'।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলন করেন সংগঠনটি ।
শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে পাঠ্যপুস্তক থেকে আদিবাসী' শব্দ প্রত্যাহার করার ঘোষণা না আসলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।
সেই সময় 'স্টুডেন্টস ফর সভারেন্টি' সরকারের নিকট নিম্নোক্ত ৫ দফা দাবী পেশ করছে-
১. শিক্ষা মন্ত্রণালয়/সরকার থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে পাঠ্যপুস্তক থেকে 'আদিবাসী' শব্দ প্রত্যাহার করার ঘোষণা আসতে হবে: নইলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে শিক্ষার্থীরা,
২. পাঠ্যপুস্তকে 'আদিবাসী' শব্দ প্রবেশ করানোর সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের অপসারণ ও শান্তির আওতায় আনতে। হবে,
৩. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদেরকে 'আদিবাসী' বলা ও প্রচারণাকে রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারী করতে হবে,
৪. শিক্ষার মানোন্নয়নের নামে দেশের শিক্ষাখাতে বৈদেশিক বা আন্তর্জাতিক সংস্থা বা এনজিও থেকে তহবিল নেয়া বন্ধ করতে হবে এবং বৈদেশিক তহবিলে আমাদের শিক্ষার্থীদের মগজ বিক্রী করা যাবে না,
৫. দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে 'শিক্ষানীতি, শিক্ষাক্রম, পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক প্রণয়ন ও পরিমার্জনে বিদেশী সংস্থা বা তাদের দ্বারা প্রভাবিত ব্যক্তিদের থেকে শতভাগ প্রভাবমুক্ত করতে হবে। এক্ষেত্রে 'স্টুডেন্টস ফর সভারেন্টি'র পরামর্শ ও প্রতিনিধিত্ব রাখতে হবে।
সংবাদ সম্মেলনে স্টুডেন্টস ফর সভারেন্টির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক জিয়া বলেন, বাংলাদেশে একমাত্র বিচ্ছিন্নতাবাদী এবং তাদের দেশী-বিদেশী পৃষ্ঠপোষক ও দোসররাই ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে 'আদিবাসী' বলে প্রচারণা চালায় ও স্বীকৃতি চায়।
তিনি আরো বলেন, তাদের এই প্রচারণা ও স্বীকৃতি চাওয়ার পেছনে আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনা রয়েছে। তারা পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন একটি তথাকথিত স্বাধীন রাষ্ট্র 'জুম্মল্যান্ড' তৈরী করতে চায়।
তিনি আরো বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) বিচ্ছিন্নতাবাদীদের সেই পৃষ্ঠপোষক ও দোসররাই 'আদিবাসী' শব্দটি বইয়ে অন্তর্ভুক্ত করেছে। সরকারকে একটি তদন্ত কমিটি করে অতিদ্রুত এদেরকে চিহ্নিত করে অপসারণ করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষার্থী ও 'স্টুডেন্টস ফর সভারেন্টি'র মুখপাত্র মুহম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুহম্মদ ইয়াকুব মজুমদার, রাফসান, সায়েদুল, বায়েজিদসহ আরো অনেক শিক্ষার্থী।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com