রাঙ্গামাটি:- তিন দিনের আল্টিমেটাম শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ বুধবার (৮ জানুয়ারি) রাত ৮টায় আলোচনার পরবর্তীতে নতুন কর্মসূচির ঘোষণা করেন তারা।
শিক্ষার্থীরা জানান, আগামীকাল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ১১টা থেকে ‘লং মার্চ টু ডিসি অফিস’ এবং বেলা ১২টা থেকে ডিসি অফিস শাটডাউন ও অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি উপাচার্য নিয়োগের একদফা দাবিতে আন্দোলনে শুরু করেন শিক্ষার্থীরা। রাঙ্গামাটির স্থানীয় প্রশাসনের আশ্বাসের পর তিন দিন সময় অতিবাহিত হলেও উপাচার্য পায়নি বিশ্ববিদ্যালয়টি। এরই পরিপ্রেক্ষিতে আবারো নতুন কর্মসূচির ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com