বান্দরবান:- বান্দরবানে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন শামীম আরা রিনি। এনিয়ে দ্বিতীয় নারী হিসেবে যোগদান করবেন তিনি।
সোমবার (৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলী/ পদায়ন করা হল। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জানা যায়, এর আগে গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন। গত ৩০ ডিসেম্বর শামীম আরা রিনি কে কুষ্টিয়ার ডিসি হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই প্রজ্ঞাপন বাতিল করে বান্দরবানে দ্বিতীয় নারী হিসেবে নিয়োগ পেল নতুন জেলা প্রশাসক।
এদিকে ২০২১ সালের জানুয়ারিতে বান্দরবানে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন ইয়াছমিন পারভীন তিবরীজি। দুই বছর সাত মাস দ্বায়িত্ব পালন করেছেন। এর আগে ইয়াসমিন পারভীন তিবরীজি ২০১২ সনের ৮ ফেব্রুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বান্দরবান সদর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
অন্যদিকে ২৪ জুলাই ২০২৩ সালে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন শাহ মোহাজিদ উদ্দিন। প্রায় দেড় বছর দ্বায়িত্ব পালনের পর তাকে বদলী করানো হয়। তবে নতুন জেলা প্রশাসক হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ দিয়েছেন শামীম আরা রিনিকে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com