খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে বেইলি সেতুর পাটাতন দেবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯ টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারনে বেইলি ব্রিজের পাটাতন দেবে গেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান, বেলাল হোসেন বলেন, বোয়ালখালি ছড়ার উপর বেইলি ব্রিজের উপর অতিরিক্ত কাঠবোঝাই ট্রাক ঝুঁকিপূর্ণ বেইলি ব্রীজে উঠার পর পাটাতন দেবে যায়। এ সময় কোন হতাহত না হলেও যানবাহন চলছে না। এছাড়া সড়কটি সরু হওয়ার কারণে মোটরসাইকেলসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ।
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, বেইলি ব্রীজের পাটাতন দেবে যাওয়ার বিষয়টি জানা নেই। তবে সড়কের যানচলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নিচ্ছি।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, যান চলাচল দ্রুত স্বাভাবিক করার জন্য কাঠবোঝাই ট্রাক থেকে কাঠ নামানোর কাজ শুরু হয়েছে। এরপর ট্রাকটি পাটাতন থেকে তোলা হবে। বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করছে তবে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে। বেইলি ব্রিজে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সময় লাগবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com