রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বিলাইছড়ি ও রাজস্থলীর মাঝামাঝি এলাকায় বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ আরোহী আহত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার বিলাইছড়ি সাইসল এলাকায় ঝর্ণার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, বিলাইছড়ি সাইসল এলাকার আগুন চাকমা (২৬), একই এলাকার নন্দ লাল চাকমা (২১) ও শান্তি চাকমা (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে তিনজনে সারা দিন কাজ শেষ করে ঝর্ণায় গোসল করতে যাওয়ার সময় সাইসল এলাকায় সড়কের পাশে ফাঁকা রাস্তায় পরস্পর বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ৩ জন আরোহী মারাত্মক আহত হয়েছে। দুর্ঘটনায় দুটি মোটরসাইকেলই দুমড়ে-মুচড়ে যায়। পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক আর এম ও ডা. নাজিম উদ্দিন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com