রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই তরুণ নিখোঁজের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিখোঁজ দুই যুবকের নাম প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। এরমধ্যে শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র এবং সে চট্টগ্রামের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের পুত্র। অন্যদিকে, নিখোঁজ প্রিয়ন্ত দাশ, শাওন দত্তের মাসতুতো ভাই বলে জানা গেছে।
নিখোঁজ দুই তরুণের বন্ধু সালমান আহমেদ জানান, তারা ৯ জন এক সঙ্গে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশনঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাই ভ্রমণে আসেন। এরপর তারা কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে ৪ জন নদীতে গোসলে নামে। এরপর ২ জন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। তবে তারা নদীতে নামারপূর্বে মাদক সেবন করেছিল বলে জানিয়েছে।
দুপুর দেড়টার দিকে নদীতে নেমে দুই তরুণ তলিয়ে গেলেও এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি। তরুণদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, নিখোঁজ দুই তরুণকে উদ্ধারে কাজ চলছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com