ডেস্ক রির্পোট:- আগামী অর্থবছরের বাজেটের আকার ৮ লাখ ৪৮ হাজার কোটি টাকা হতে পারে। এতে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৫ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ শতাংশ নির্ধারণ করা হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
শেখ হাসিনা সরকারের শেষ অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার হচ্ছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। সে হিসাবে আগামী বাজেটের আকার চলতি অর্থবছরের বাজেটের চেয়ে ৬ দশমিক ৩ শতাংশ বেশি হতে পারে।
সূত্রগুলো জানান, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত অর্থনৈতিক সমন্বয় পরিষদের বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে পরবর্তী বাজেট প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের বাজেটকে ভিত্তি করে কিছু কিছু ক্ষেত্রে আগামী বাজেটের একটি প্রাথমিক লক্ষ্য নির্ধারণে কাজ চলছে। বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হবে। গত কয়েক বছরের মতো আগামী বাজেটেও সরকারের সুদ পরিশোধ ও ভর্তুকির জন্য ব্যয় বাড়বে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া পরিশোধে এই খাতে বরাদ্দ বাড়তে পারে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সমন্বয় পরিষদের সভায় নতুন বাজেট নিয়ে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। অগ্রাধিকার প্রকল্প ঝুলিয়ে না রেখে আগামী অর্থবছরের মধ্যে শেষ করতে বলা হয়েছে। বিদেশি তহবিল নিশ্চিত না হলে নতুন কোনো মেগা প্রকল্প গ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘভাতার ঘোষণাও থাকতে পারে বাজেটে। নতুন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার হতে পারে ২ লাখ ৭০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের মূল এডিপির বাজেট ছিল ২ দশমিক ৬৫ লাখ কোটি টাকা, তবে এটি সংশোধন করে ২ দশমিক ১৬ লাখ কোটি টাকায় নামিয়ে আনা হতে পারে বলে জানা গেছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com