রাঙ্গামাটি:- ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর উশ্যেপ্রু এখন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা’ এই শিরোনামে chtnews24.com অনলাইনে সংবাদ প্রকাশের পর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য পদ থেকে উশ্যেপ্রু মারমাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নাগরিক কমিটির বর্ধিত কেন্দ্রীয় কমিটির সদস্য উশ্যেপ্রু মারমা ২০২৪ সালের ৭ জানুয়ারির ‘ডামি নির্বাচন’- এ তৃণমূল বিএনপি’র হয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে প্রার্থী হয়েছিলেন। আওয়ামী ফ্যাসিবাদের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অবৈধ জাতীয় নির্বাচন জাতির সাথে প্রহসনের এক নির্মম চিত্র। এমন নির্বাচনে প্রার্থিতা করা কেউ জাতীয় নাগরিক কমিটির কোনো পর্যায়েই সদস্য হিসেবে থাকতে পারেন না ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com