খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো: মনির হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল চালকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ৪নং পৌর ওয়ার্ডের পলাশয়পুর উত্তরপাড়ায় নিহতের শ্বশুর আব্দুল গফুরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মনির মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার জামাল হোসেনের ছেলে। তার স্ত্রী ও তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
জানা যায়, নিহত মনির খেদাছড়া বাজারপাড়া ৪নং ওয়ার্ডের আব্দুল খলিলের মোটরসাইকেল (চট্টমেট্রো হ-২০৭১০১) ভাড়ায় চালাতেন। কিছুদিন আগে ২নং ওয়ার্ডের নতুনপাড়ার শাহজাহান মিয়ার ছেলে মো: হাসান মনিরের কাছ থেকে ৬ হাজার টাকা ভাড়ায় দুই দিনের জন্য মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যান।
নির্ধারিত সময়ে মোটরসাইকেল ফেরত না দেওয়ায় হাসানের কাছে ফোন করলে তিনি জানান, কক্সবাজারে তার পাওনাদার মোটরসাইকেল আটক করেছে এবং তা ছাড়াতে ২০ হাজার টাকা প্রয়োজন।
এদিকে মোটরসাইকেলের মালিক মনিরের ওপর চাপ সৃষ্টি করলে তিনি পিতা ও শ্বশুরের কাছে টাকা চাইলে তারা অর্থ দিতে অপারগতা জানান। এতে অভিমান করে মনির আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের শ্বশুর জানান, বিকেল ৫টার দিকে মনিরের সঙ্গে কথা বলার জন্য তার ছোট মেয়ে (নিহতের শালী) ডাকতে গেলে ঘরের দরজা বন্ধ পায়। অনেক ডাকাডাকির পর দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় মনিরকে ঝুলতে দেখে।
তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম বলেন, “মোবাইল ফোনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com