ডেস্ক রির্পোট:- বিক্রি হয়ে গেলো ২৩৩ বছরের পুরানো সংবাদপত্র অবজারভার। ১৭৯১ সাল থেকে প্রতি রোববার প্রকাশিত হয়ে আসছে এই পত্রিকাটি। ‘দ্য অবজারভার’ বিক্রির জন্য স্টার্টআপ প্রতিষ্ঠান টরটয়েজ মিডিয়ার সঙ্গে চুক্তি করে বৃটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। গার্ডিয়ান মিডিয়া গ্রুপের মালিক দ্য স্কট ট্রাস্ট বলেছেন, টরটয়েজ মিডিয়া নগদ ও শেয়ার উভয়ের মাধ্যমে ‘দ্য অবজারভার’কে কিনে নিচ্ছে।
১৯৯৩ সাল থেকে অবজারভারের মালিকানায় রয়েছে দ্য গার্ডিয়ান মিডিয়া গ্রুপ। এটি বৃটেনের মিডিয়া ল্যান্ডস্কেপে এতদিন উদারনৈতিক মূল্যবোধের পরিচয় রেখে এসেছে। টরটয়েজ পাঠকদের প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা কাগজের ঐতিহাসিক মূল্যবোধকে সম্মান করবে। ২০১৯ সালে লন্ডন টাইমসের সাবেক সম্পাদক, বিবিসির সংবাদ পরিচালক জেমস হার্ডিং ও লন্ডনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ম্যাথিউ বারজুন টরটয়েজ মিডিয়া চালু করেছিলেন।
হার্ডিং বলেছেন, সাংবাদিকতার জগতে ‘দ্য অবজারভার’ একটি ঐতিহাসিক নাম এবং পাঠকদের হৃদয়ে এটি বিশেষ স্থান করে নিয়েছে। আগামী দিনগুলোতে এর প্রতি পাঠকদের আগ্রহ ও আবেগ যাতে অটুট থাকে তা নিশ্চিত করার জন্য আমাদের যা করা দরকার তা করবো। চুক্তির অংশ হিসেবে টরটয়েজ জিএমজির সঙ্গে একটি পাঁচ বছরের বাণিজ্যিক চুক্তিতে সম্মত হয়েছে, যা এটি মুদ্রণ ও বিতরণ উভয় পরিষেবার পাশাপাশি গার্ডিয়ানের মাধ্যমে বিপণনের জন্য অর্থ প্রদান করবে।
দ্য স্কট ট্রাস্ট টরটয়েজ মিডিয়াতে ৯শতাংশ অংশীদারিত্বও নেবে এবং ২৫ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের অংশ হিসেবে টরটাইজ মিডিয়াকে ৫মিলিয়ন পাউন্ড দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, যার মাধ্যমে দ্য অবজারভারের নিজস্ব ডিজিটাল পরিচয় গড়ে তোলার ওপর জোর দেয়া হবে। বর্তমানে এর অনলাইন উপস্থিতি গার্ডিয়ানের তুলনায় খুবই গৌণ।
স্কট ট্রাস্টের চেয়ারম্যান ওলে জ্যাকব সুন্দো বলছেন, এই চুক্তিটি ‘দ্য অবজারভার’কে নতুনভাবে তার পাঠকদের কাছে পৌঁছে দেবে। টরটয়েজ জানিয়েছে, তারা দ্য অবজারভার-এর জন্য একটি আলাদা ডিজিটাল প্লাটফর্ম তৈরি করবে, যেখানে ব্রেকিং নিউজের বদলে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং তথ্যভিত্তিক সাংবাদিকতার ওপর জোর দেয়া হবে। তাদের মালিকানাধীন ‘দ্য অবজারভার’-এর প্রথম সংস্করণ বসন্তে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। এটিও ঘোষণা করা হয়েছে যে লুসি রককে অবজারভারের প্রিন্ট সম্পাদক নিযুক্ত করা হয়েছে। ১০০ বছরে সংবাদপত্রের তত্ত্বাবধানকারী প্রথম নারী সম্পাদক হতে চলেছেন লুসি।
গার্ডিয়ান মিডিয়ার সাংবাদিকরা এই চুক্তির বিরোধিতা করেছেন। চলতি মাসের শুরুতে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করেছেন তারা। দ্য অবজারভারে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক কর্মীদের পাশে টরটয়েজ রয়েছে বলে আশ্বস্ত করেছেন জেমস হার্ডিং। সূত্র: এপি নিউজ
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com