খাগড়াছড়ি:- বৈষম্যহীন সমাজ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার ৭ম কাউন্সিল হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হলে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রচাথোয়াই চৌধুরী।
কাউন্সিলে বক্তারা বলেন, তিন পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে মারমা সম্প্রদায়ের জনগোষ্ঠী নানাভাবে অবহেলিত। ফলে অন্যান্য সম্প্রদায়ের চেয়ে পিছিয়ে রয়েছে। যুগের পর যুগ বৈষম্যের শিকার হয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আহ্বায়ক রাপ্রুমগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি কংচাইরী মারমা, সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, স্থায়ী কমিটর সদস্য মংশি মারমা।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ মারমা ঐক্য পৃরিষদের ৭ম কাউন্সিলে মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যমুক্ত পরিবেশে দেশের জন্য কাজ করার জন্য অঙ্গীকার করেন এবং কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটির প্রতিনিধিদের দেশ ও জাতীর জন্য কাজ করার আহ্বান জানানো হয়।
পরে মংখই মারমাকে সভাপতি , থোয়াইউ মারমাকে সাধারণ সম্পাদক ও রেমাদু মারমাকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছরের জন্য ১০১ জন সদস্য নিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়। কাউন্সিল সঞ্চালনা করেন, মারমা যুব ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি চিংহ্লামং মারমা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com