রাঙ্গামাটি:- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্যের শূন্য পদ দ্রুত পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন রাবিপ্রবি শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্টপ্রতি ও অন্তর্বর্তীকালীন সারকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে ১৭ জনের একটি প্রতিনিধি দল স্বাক্ষরিত করেন।
শিক্ষার্থীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, ১৮ আগস্ট ২০২৪ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ শূন্য রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। শিক্ষক নিযুক্তি, একাডেমিক কার্যক্রম এবং গবেষণার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আটকে রয়েছে। এর প্রভাব সরাসরি শিক্ষার্থীদের উপর পড়ছে। তারা জানান, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হওয়ায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
শিক্ষার্থীরা স্মারকলিপিতে বলেন, উপাচার্যের শূন্য পদ পূরণ না হওয়ায় শিক্ষক নিয়োগ ও প্রশাসনিক সিদ্ধান্তগুলো নেওয়া যাচ্ছে না। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত এই শূন্য পদ পূরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্থবিরতা দূর করার দাবি জানান।
স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীদের প্রতিনিধিরা জানান, উপাচার্যের শূন্য পদ দীর্ঘদিন ধরে পূরণ না হওয়ায় আমরা বাধ্য হয়ে এই স্মারকলিপি জমা দিয়েছি। শিক্ষা কার্যক্রমে স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য দ্রুত এই পদ পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমরা আশাবাদী,রাষ্টপ্রতি ও অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিগুলো দ্রুত বিবেচনা করবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com