ডেস্ক রির্পোট:- ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের প্রধামার্ধে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। সেই টাকা এখন দেশে গোলযোগ সৃষ্টির কাজে, সংহতি বিনষ্টের কাজে ব্যবহার করা হচ্ছে।
এই পরিস্থিতিতে জাতীয় ঐক্য অটুট রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, বার্ষিক উন্নয়নের ব্যয়ের অর্ধেক টাকা লুটপাট হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com