ডেস্ক রির্পোট:- মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেখানে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে স্মরণ করা হয়েছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতি।
সোমবার দুপুর পৌনে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে মিলিত হন আন্দোলনের কর্মীরা।
শোভযাত্রার ব্যানারে লেখা ছিল ‘আজাদী-৪৭, মুক্তিযুদ্ধ-৭১, স্বাধীনতা-২৪’। সামনের সারিতে ছিলেন জুলাই অভ্যুত্থানে আহতরা। দ্বিতীয় সারিতে থাকা আন্দোলনের নারী কর্মীরা বহন করছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল কাশেম ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ দেশভাগের সময়কার নেতাদের ছবি।
‘তোমার দেশ, আমার দেশ/ বাংলাদেশ, বাংলাদেশ’, ‘দিল্লি না ঢাকা/ ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় শোভাযাত্রা থেকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার উপস্থিত ছিলেন শোভাযাত্রায়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসাসহ এ প্ল্যাটফর্মের ঢাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় যোগ দিয়েছে, শিশু, তরুণ, তরুণী ও বিভিন্ন বয়সের নারী-পুরুষ। যোগ দেন আহতেরাও। কেউ এসেছেন সারা মুখে-মাথায় ব্যান্ডেজ নিয়ে। কেউ এসেছেন ভাঙা হাতে প্লাস্টার নিয়ে। কেউবা ক্র্যাচে ভর দিয়ে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com