ডেস্ক রির্পোট:- জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে প্রস্তাবনা দিয়েছে বিএনপি। এতে প্রশাসনকে ঢেলে সাজানোর পাশাপাশি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি একগুচ্ছ সুপারিশ রয়েছে। সেই সঙ্গে ভোট চুরিতে জড়িত কর্মকর্তাদের বিচার চেয়েছে বিএনপি।
গতকাল সচিবালয়ে বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানের হাতে এ সম্পর্কিত একটি প্রস্তাবনাপত্র তুলে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে একটি দল এই প্রস্তাবনাপত্র দেওয়ার পরে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন। সংস্কার কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনতে হবে। ডিসি ফিট লিস্ট করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, প্রস্তাবনায় দীর্ঘদিন ধরে একই পদে, একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলির কথা বলা হয়েছে। তিনি জানান, আগের সরকারের সুবিধা নেওয়া যেসব কর্মকর্তা ঘাপটি মেরে বসে রয়েছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। সুপারিশে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে প্রশাসনের দলবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে যাদের চাকরিকাল ২৫ বছর হয়েছে, তাদের অব্যাহতি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), কম গুরুত্বপূর্ণ পদে পদায়নের কথা বলা হয়েছে। যেসব সৎ ও মেধাবী কর্মকর্তাকে গত ১৫ বছরে ওএসডি, বঞ্চিত করে অবসর ও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তাদের ভূতাপেক্ষ পদোন্নতিসহ চুক্তিভিত্তিক নিয়োগর সুপারিশ করেছে বিএনপির জনপ্রশাসনবিষয়ক সংস্কার কমিটি। ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রশাসন থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিতাড়িত করতে হবে। প্রশাসনে দলীয় নয় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক। প্রশাসনে যারা বছরের পর বছর একই জায়গায় তাদের পরিবর্তন করতে হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com