রাঙ্গামাটি:- রাঙ্গামাটি পার্বত্য জেলার সকল সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত জেলা প্রশাসক ছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা,নেজারত ডেপুটি কালেক্টর মোঃ শামীম হোসেন সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীরা।
পরিচয়পর্ব শেষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, আমি এই জনপদের সন্তান। পূর্বে পাহাড়ে চাকরী করছি৷ এই মাটির সাথে পূর্ব থেকে সম্পর্ক হয়েছে। আমি এই পাহাড়ে স্বপ্ন নিয়ে এসেছি।টেকনাফ-বান্দরবান-রাঙ্গামাটি-খাগড়াছড়ি হয়ে সাজেক যাবে পর্যটকরা। তখন রাঙ্গামাটি হবে পর্যটনের হাব। এতে এই এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে। এই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।
তিনি আরও বলেন, পাহাড়ে শিক্ষা ব্যবস্থা এখনো অনেক পিছিয়ে আছে। দুর্গম এলাকার বিদ্যালয়গুলো থেকে বাড়ি কয়েক কিলোমিটার দুরে হয়ে থাকে। তাই সেই সব এলাকার শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হয়। তাই পাহাড়ের দুর্গম এলাকার বিদ্যালয়গুলো অব্যশই যাতে আবাসিক করা হয়। তার বিষয়ে আমরা চেষ্টা করবো৷ আমরা যেনেছি পাহাড়ের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৯ শত ৪ টি পদ শুন্য পড়ে আছে। সেগুলো দ্রুত নিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে।
নবাগত জেলা প্রশাসক আরও বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে আমি জেলা প্রশাসক হয়ে রাঙ্গামাটি এসেছি। ছাত্র জনতা আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়েছে। এই সন্তানরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। এতে আমাদের দায়িত্ব বেড়ে গেছে। আগামী দিনে আরো নতুন মাত্রায় আমরা এগিয়ে যাবো।
পূর্বে সরকার অর্থের নেতার বাড়ির সড়ক উন্নয়ন হয়েছে। তাই আমরা এই পরিবর্তন করবো।
কাপ্তাই লেকের উপর নির্ভরশীলতা কমাতে হবে।এখানকার তরুনদের বিকল্প কর্মসংস্থান তৈরিতে কাজ করবো। যাতে করে তরুনরা করাগরি শিক্ষায় শিক্ষিত হতে পারে।
সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, জনগনের জন্য ও সম্মানের জন্য এই চাকরী করা। জনগনের কাছে যেতে আপনাদের সহযোগিতা সব সময় দরকার। আপনাদের সাথে ২৪ ঘন্টাই সম্পর্ক থাবে। যে কোন নিউজ করার সময় আমাদের জানাবেন এবং প্রচার করার আগেই জানাবেন তাহলে আমরা যেন সমাধান করতে পারি।
এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেব নাথ, সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, সাংবাদিক জার্নানিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা, পার্বত্য সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিলটন বড়ুয়াসহ আরো অনেকে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com