রাঙ্গামাটিঃ- আজ ০৫ ডিসেম্বর রাঙ্গামাটি পার্বত্য জেলার পলওয়েল পার্ক মাল্টিপারপাস শেডে রাঙ্গামাটি জেলা পুলিশ কর্তৃক সম্মানিত জেলা প্রশাসক ও ডিজিএফআই এর সম্মানিত কর্নেল জিএস মহোদয়ের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ডিজিএফআই এর কর্নেল জিএস কর্নেল মোঃ আনোয়ারুল ইসলাম এবং জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এসময় আগত অতিথিবৃন্দ বিদায়ী অতিথিগণের রাঙ্গামাটি পার্বত্য জেলায় কর্মকালীন সময়ের বর্ণাঢ্য পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। যার পরিপ্রেক্ষিতে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে উঠে। কর্মময় জীবনে বিদায়ী অতিথিগণ সৎ, দক্ষ, গুণী ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। রাঙ্গামাটিবাসীর কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন গুনী এই কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিদের রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় রাঙ্গামাটি ১১ ইবি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, ডিজিএফআই এর নবাগত কর্নেল জিএস (ভারপ্রাপ্ত) লেঃ কর্নেল মিরাজ হায়দার চৌধুরী, পিএসসি, এনএসআই এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাসুদ হোসেন এবং রাঙ্গামাটি জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com