রাঙ্গামাটি:- সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিতকরণ সংক্রান্ত বিধি-নিষেধ বৃদ্ধি না করায় আজ বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেকে পর্যটকরা যাতায়াত করতে পারবে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বুধবার জানান, ‘আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাজেক ও আশপাশের এলাকায় যৌথবাহিনীর টহল শুরু হয়েছে। এক্ষেত্রে নিরুৎসাহিতকরণ সংক্রান্ত বিধি-নিষেধ আর বাড়ানো হচ্ছে না। তাই বৃহস্পতিবার থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।’
সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বাসসকে জানান, জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার থেকে পর্যটকরা আগের মতোই সাজেক ভ্রমণ করতে পারবে। সাজেক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় এখানে নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। তিনি পর্যটকদের সাজেক ভ্রমণের আমন্ত্রণ জানান।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com