রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রম চুক্তির ২৭ বছর পূর্তিতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার বিকালে রাঙ্গা্মাটি সদর জোনের উদ্যোগে মারী স্টেডিয়ামে এই ফুটবল ম্যাচের অনুষ্ঠিত হয়।
সুই হ্লা মং নারী ফুটবল একাডেমী বনাম ঘাগড়া উচ্চ বিদ্যালয় নারী দলের মধ্যকার খেলায় সুই হ্লা মং নারী ফটবল একাডেমী ১-০ গোলে ঘাগড়া উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে।খেখলার শুরু থেকেই দুই দল আক্রমণ পাল্টা আক্রমনে করতে থাকে। কিন্তু প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে আক্রমনের ধার বাড়ায় সুই হ্লা মং নারী ফুটবল একাডেমী। খেলার ৫১ মিনিটে গোলের দেখা পায় সুই হ্লা মং নারী ফুটবল একাডেমী। এর পর উভয় দলে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও গোলে দেখা পায়নি। ফলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সুই হ্লা মং নারী ফুটবল একাডেমী।
[caption id="attachment_25233" align="alignnone" width="300"] Oplus_131072[/caption]
এর আগে একই মাঠে রাঙ্গামাটি ফুটবল একডেমী (পুরুষ) দলকে ৩-২ গোলে পরাজিত করে কাউখালী ফুটবল একাডেমী (পুরুষ) ।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন রাঙ্গামাটি ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান, এসময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জোনে জোন কমান্ডার লেঃ কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, সাফজয়ী নারী খেলোয়াড় ঋতুপর্না চাকমা।
রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান বলেন, আমরা খুবই প্রাণবন্ত খেলা উপভোগ করলা। আগামীতেও এমন খেলা আয়োজন করতে চাই। এর মাধ্যমে রাঙ্গামাটি থেকে আরো নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com