রাঙ্গামাটি:- ‘ আমরা শান্তি চাই, আমাদের শান্তিতে থাকতে না দিলে আমাদের ব্যবস্থা আমরা নিবো। নতুন সরকার আসার পর দেশে জঙ্গি ও মৌলবাদ ছড়িয়ে পড়ছে। দেশে আইনশৃঙ্খলা না থাকায় সংখ্যালঘুরা নিরাপদ নয়।’ বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি’র ২৭ বছর বর্ষপূর্তি উপলক্ষে গণ সমবাবেশ অনুষ্ঠিত হয়েছে রাঙ্গামাটিতে। সোমবার সকলে জিমনেশিয়াম মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়,যাতে প্রধান অতিথি বক্তব্য রাখছিলেন তিনি।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সাধারন সম্পাদক উইন মং জলি’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সহ-ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা প্রমুখ।
সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেন, আমরা চুক্তি বাস্তবায়ন চাই,দেশকে নিয়ে কোন ষড়যন্ত্র আমরা করছি না। কিন্তু দেশব্যাপি আমাদের নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। দীর্ঘ ২৭ বছরেও পাহাড়ে ভুমি সমস্যা সমাধান হয়নি, চুক্তি বাস্তবায়ন না করে উল্টো আমাদের দেশবিরোধী বলে অপপ্রচার করা হয়। তাই এই সরকারকে পাহাড়ের সমস্যাকে সমাধানে দ্রুততম সময়ের মধ্যে চুক্তি বাস্তবায়নে আন্তরিক হতে আহ্বান জানানো হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com