ডেস্ক রির্পোট:- রাজধানীর কাওরানবাজার থেকে আটক সাংবাদিক মুন্নী সাহাকে শর্ত সাপেক্ষে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ।
রাত সাড়ে নয়টার পর কাওরান বাজারের আইসিটি টাওয়ারের সামনে তাকে আটকে রাখেন স্থানীয় লোকজন। পরে থানা পুলিশের একটি গাড়ি এসে মুন্নী সাহাকে তেজগাঁও থানায় নিয়ে যায়। ওসি মোবারক হোসেন মানবজমিনকে তখন জানান, মুন্নী সাহাকে গ্রেপ্তার দেখানো হবে। পরে মুন্নী সাহাকে ডিবিতে হস্তান্তর করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, ডিবিতে নেয়ার পর মুন্নী সাহার প্যানিক অ্যাটাক হওয়ায় তিনি কিছুটা অসুস্থ বোধ করেন। নারী সাংবাদিক হিসেবে জামিন নেয়ার এবং পুলিশকে তদন্তে সহায়তার শর্তে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। মুন্নী সাহা ‘এক টাকার খবর’ নামে একটি প্লাটফর্মের সঙ্গে যুক্ত আছেন।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় মুন্নী সাহাকে আসামি করা হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com