রাঙ্গামাটি:- রাঙ্গামাটির চম্পকনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ টি বসতবত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আজ (১লা ডিসেম্বর)সন্ধ্যা সাড়ে ৬ টায় গাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট স্থানীয়দের সহযাগিতায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম জানায়, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আক্কাসের বাসার গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পড়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রায় ৬ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাঙ্গামাটি সদর উপজেলার নির্বাহী অফিসার রিফাত আসমা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাইফুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী আগুন নেভাতে সহযোগিতা করে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com