রাঙ্গামাটি:- জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পরও মানুষ জামায়াতকে দেশের শাসন ব্যবস্থায় দেখতে চাচ্ছে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে দীর্ঘ ১৭ বছর পর রাঙ্গামাটি শহরের আল আমিন মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াদের কেন্দ্রীয় এ নেতা আরও বলেন, দীর্ঘ দেড় যুগ কথা বলতে পারিনি। নিজের বাড়িতে ঘুমাতে পারিনি। জেলখানাগুলো ছিলো নিজেদের বাড়ি। জামায়াতে ইসলামকে যুদ্ধাপরাধী, বাংলাদেশ বিরোধী দল বানানোর চেষ্টা করেছিলো ফ্যাসিস্ট হাসিনা সরকার। শেখ হাসিনা গনতন্ত্রকে হত্যা করেছিলে, আমাদের হাজার-হাজার নেতা-কর্মীদের হত্যা করেছিলো। তার জনপ্রিয়তা জনশূন্যে পরিণত হয়েছে। ভোটারবিহীন শাসন কায়েম করে ক্ষমতার মসনদ দখল করেছিলো হাসিনা। আজ তাকে হিন্দুস্তানে পালাতে হলো।
তিনি বলেন, ফ্যাসীবাদ পতনের তিনমাস না যেতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনা নাকি চট করে ঢুকে যাবে। শেখ হাসিনা বিডিআর বিদ্রোহের মাধ্যমে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছিলো। শাপলা চত্বরে ওলামাদের হত্যাকান্ডের মূল হোতা শেখ হাসিনা। লগি, বৈঠা দিয়ে মেরে লাশের উপর দাঁড়িয়ে উল্লাস করেছিলো তার নেতা-কর্মীরা। এসব হত্যাকান্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। মতিউর রহমান নিজামীসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে যুদ্ধপরাধের দায়ে বিচারের নামে ফাঁসি দিয়ে হত্যা করেছিলো তিনি। দেশে জুলাই শহীদের যত হত্যাকান্ড হয়েছে সবগুলো শেখ হাসিনার নির্দেশে হয়েছে।
তিনি এসময় হাসিনার উদ্দেশ্যে বলেন, আপনার পাহাড়সম অপরাধ নিয়ে ফাঁসির মঞ্চে ফিরে আসতে হবে। ফাঁসির মঞ্চ ছাড়া হাসিনার কোথায় জায়গা হবে না।
জামায়াত নেতা মুহাম্মদ শাহজাহান বলেন, বাংলার মানুষ নিজেদের গড়ার শপথ নিয়েছেন। ৫৩ বছর পর মানুষ জামায়াতের উপর দেশকে নিরাপদ মনে করছে। শান্তিপূর্ণ, গণতান্ত্রিক দেশের জন্য জামায়াতের কোন বিকল্প নেই। এসময় তিনি মুসলিম, অমুসলিম সকল জাতি এদেশে নিরাপদে বসবাস করতে পারবেন বলে জানান। ফ্যাসিবাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে তিনি দেশের সকল দেশপ্রেমিক মানুষদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল, চট্টগ্রাম-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এর আগে সংগঠনটির নেতৃত্বে রাঙ্গামাটি পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জামায়াতের রাঙ্গামাটি পৌর কমিটির সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে এসময় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ জাফর সাদেক, জেলা কমিটির আমির অধ্যাপক আব্দুল আলীম, নায়েবী আমির মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সেক্রেটারী জেনারেল মনছুরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com