খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে ‘ধর্মের ভাই’ সম্বোধন করে কৌশলে এক ব্যক্তিকে অপহরণ করেছে একটি চক্র। জেলার দীঘিনালার বোয়ালখালি ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী (চিটিং টিলা) এলাকায় এই ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে দীঘিনালা থানায় অপহরণ মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নেত্রকোনার বারহাট্টা থানর উজানগাঁও গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান বৃহস্পতিবার বিকেলে তার স্বজন মোঃ ফারুকের বাসায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে দীঘিনালায় আসে।
এ সময় ফারুকের মোবাইল বন্ধ পাওয়ায় কয়েকজনের কাছে ফারুকের ঠিকানা জানতে চায়। এ সময় সহিদুল হোসেন (৪০) নামে একজনের সাথের তার পরিচয় হয় এবং সে মিজানুর রহমানকে তাৎক্ষণিক “ধর্মের ভাই” বলে কৌশলে তার বাসায় নিয়ে যায়।
এরপর রাতের খাওয়া দাওয়া শেষে মিজানুর ঘুমিয়ে পরে। সকাল ৭ টায় ঘুম ভাঙার মিজানুর চলে যেতে চাইলে সহিদুলসহ আরো ৫ জন মিলে মারধর করে। অপহৃতের পরিবারের সাথে যোগাযোগ করে চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে মেরে ফেলার হুমকি দেয়।
দীঘিনালা থানার ওসি মো জাকারিয়া বলেন, অপহৃত মিজানুরের পরিবার আমাদের সাথে যোগাযোগ করে। মোবাইল নাম্বারের লোকেশন সনাক্ত করে অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে ভিকটিমকে উদ্ধার করি।
এ সময় মোঃ রফিক (৩০) কে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং অন্য আসামিরা কৌশলে পালিয়ে যায়। ভিকটিমকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com