কক্সবাজার:- কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে অপহরণ করা ছয় শ্রমিকের মধ্যে তিন জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকিরা এখনও নিখোঁজ।
আজ শনিবার সকাল সাড়ে ৮ টারে দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর রুটের বাহারছড়া ঢালায় এ ঘটনা ঘটে বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. দস্তগীর হোসেন।
তবে অপহৃতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে দস্তগীর হোসেন বলেন, সকালে টেকনাফের হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাক যোগে সাত-আট জন শ্রমিক শামলাপুর যাচ্ছিল। ট্রাকটি বাহারছড়া ঢালায় পৌঁছলে অজ্ঞাত সন্ত্রাসী একদল অস্ত্রের মুখে গাড়িটি থামায়। পরে গাড়িতে থাকা সহকারিসহ ছয় শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।
খবর পেয়ে দ্রুত পুলিশ অভিযান শুরু করলে তিন জনকে ছেড়ে দেয় অপহরণকারীরা। তবে বাকি তিন জনের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি। তাদের উদ্ধারে এখনও অভিযান চলছে বলেও জানান দস্তগীর হোসেন।
কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত এক বছর দুই মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৪৩ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৮৬ জন স্থানীয় বাসিন্দা, ৫৬জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৯ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।
টেকনাফ থানার তথ্য বলছে, ২০২৪ সালের ১৮ আগস্ট থেকে নভেম্বরের শেষ পর্যন্ত টেকনাফ থানায় অপহরণের মামলা হয়েছে ১৩ টি। এসব মামলায় আসামির সংখ্যা অন্তত ৬০। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে।
উল্লেখ্য, এর আগে গত ৪ অক্টোবর কারখানাটির স্ক্র্যাপ লোহার স্তূপে বোমা সদৃশ তিনটি বস্তু পাওয়া যায়। সেই সময়ও কারখানা কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে থানা-পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দিলে তাঁরা বোমা সাদৃশ্য বস্তুটি তিনটিকে পরীক্ষা-নিরীক্ষা করেন। পরীক্ষায় বোমা সদৃশ বস্তু তিনটিতে কোনো বিস্ফোরক নেই বলে নিশ্চিত হন তাঁরা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com