রাঙ্গামাটি:- চট্টগ্রামের রাঙ্গামাটির রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে পূর্ণার্থীবাহী বাস উল্টে কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে রাঙ্গুনিয়া থেকে ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পুষ্পিতা বড়ুয়া নামে একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালের দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে বাসযোগে শিশু ও মহিলাসহ ৪০ থেকে ৫০ জন পূর্ণার্থী রাঙ্গামাটির রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন। যাওয়ার পথে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির মুন্সি আব্দুর রউফ চত্বরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কমপক্ষে ২৭ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠান। আহতরা সবাই বড়ুয়া সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বী।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় ২৭ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি, ১৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়ার হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি শাহেদ উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই তীর্থযাত্রী। তবে আহতদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com