খাগড়াছড়ি:-সন্ধ্যায় গায়ে হলুদ, রাতভর বিয়ের সব প্রস্তুতি শেষে সকাল থেকে চলছিল রান্নাবান্নার আয়োজন। কনে বাড়ির সবাই বরপক্ষের লোকজনের অপেক্ষায়।
ঠিক এমন সময় হাজির মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়া। ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিয়ে বন্ধ করেন তিনি। এ সময় তার উপস্থিতিতে মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের ঢাকাইয়া শিবির নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার ঢাকাইয়া শিবির নবীনগর এলাকার সুফিয়ার বাড়িতে তার মেয়ের বাল্যবিয়ের আয়োজন চলছিল। সকাল থেকে দুপুর নাগাদ বরপক্ষের অপেক্ষায় কনেপক্ষের লোকজন। বাল্যবিবাহের খবর পেয়ে থানা পুলিশ সদস্যদের নিয়ে বিয়েবাড়িতে হাজির হন ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া।
পরে কাগজপত্র দেখে নিশ্চিত হন মেয়ের বয়স পনেরো। এরপর ইউএনও সেই বিয়ে বন্ধ করেন এবং ১৮ বছরের পূর্বে বিয়ে দেবে না মর্মে মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া জানান, স্থানীয় এক ব্যক্তি মুঠোফোনে ঢাকাইয়া শিবির এলাকায় বাল্যবিয়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েন। এমন গোপন খবরে দ্রুত সেখানে ছুটে যাই এবং মেয়ের বয়স পনেরো হওয়ায় বিয়ে বন্ধ করা হয়েছে। এসময় বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানের কথা উল্লেখ করে সবার সহযোগিতা কামনা করে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com