ডেস্ক রির্পোট:- টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়কে বিলুপ্ত করে একটি বৈচিত্র্য কমিশন গঠনের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকায় ডেইলি স্টার সেন্টারে কাপাইং ফাউন্ডেশন এর এক আলোচনায় তিনি এ দাবি জানান।
তিনি বলেন “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আদিবাসীদের অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটি বাতিল করা উচিত। এটি উন্নয়নকেন্দ্রিক হয়ে উঠেছে এবং এর ফলে আদিবাসী জনগণ সংখ্যাগরিষ্ঠ শাসনের অধীন হয়”।
দুর্নীতিবিরোধী সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান সাংবিধানিক স্বীকৃতির গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, “এটি তাদের ঐতিহ্য ও সংস্কৃতির কারণে অনস্বীকার্য অধিকার।”
তিনি আরো বলেন, “কেউ কেউ বলে যে শুধুমাত্র সাংবিধানিক স্বীকৃতিই সমস্ত সমস্যার সমাধান করবে না, তবে তারা বলছে না যে এই স্বীকৃতি দেওয়া হলে সমস্যা কোথায় রয়েছে”।
তিনি আরো বলেন, “আদিবাসীদের অধিকার কখনই প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না প্রতিটি নাগরিক সংগ্রামকে তাদের নিজস্ব মনে করে।”
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com