রাঙ্গামাটি:- চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে দোষীদের বিচারের দাবি ও সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে রাঙ্গামাটি জেলা শহরের বানিজ্যিক প্রাণকেন্দ্র বনরূপা মসজিদের সামনে একটি বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বিক্ষোভ মিছিলটি বনরূপা থেকে শুরু হয়ে পৌরসভার সামনে গিয়ে পুনরায় বনরূপা মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভ সমাবেশে থেকে ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষুব্ধ ছাত্র জনতারা বলেন, চট্টগ্রামে পরিকল্পিত ভাবে ইসকন উস্কানিদাতা ও প্রবীর চন্দ্র পালের মদদে চট্টগ্রামের আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে দিন দুপুরে নির্মম ভাবে জবাই করে হত্যা করা হয়েছে। ইসকন এত বড় সাহস পেলো কোথায়? আমরা বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে সরকারের প্রতি আহবান জানাই। সাথে সাথে ইসকনকে ইন্দনদাতা আ’ লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে জোর দাবি জানাচ্ছি।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এডভোকেট মোঃ হারুন অর রশিদ বলেন, গত ৫ আগষ্টের পর থেকে অঘোষিত ভাবে ইসকনকে রাস্তায় নামিয়েছে আওয়ামী লীগ। বর্তমান অন্তর্বর্তী কালিন সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এবং ইউনুস সরকারকে ফাঁদে ফেলাতে ইসকনকে মাঠে নামিয়ে দিয়েছে আওয়ামী লীগ ফ্যাসিস্টরা। তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না এদেশের জনগণ। তাই ইসকনকে নিষিদ্ধ করা হউক। আমরা সরকারের প্রতি দাবি জানাই অবিলম্বে এড.সাইফুল ইসলামের খুনিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হউক।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com