রাঙ্গামাটি:- অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হত্যা মামলার পলাতক আসামি ও আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল পূর্বক কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলার স্থানীয় প্রতিনিধি নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ রাঙ্গামাটি । রবিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পুলিন বিহারী চাকমা সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জুরাছড়ি উপজেলাবাসীর পক্ষে রাঙ্গামাটি জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজীব চাকমা, কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তারা মিয়া, অ্যাডভোকেট এমদাদ হোসেন, রাজস্থলীর সাবেক ইউপি চেয়ারম্যান উথান মারমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিব হাসান, ইসলামী আন্দোলন রাঙামাটি পৌর কমিটির সভাপতি মাওলানা আব্দুর রউফ। এছাড়া মানববন্ধনে বঞ্চিত কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলার জনসাধারণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গঠনের পর থেকেই রাঙ্গামাটির ১০টি উপজেলা থেকে জনপ্রতিনিধি সদস্য নিয়োগ দেয়া হলেও, এবার সেই নিয়ম রক্ষা করা হয়নি। কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলা থেকে একজনও সদস্য নিয়োগ না দিয়ে রাঙ্গামাটি সদর উপজেলাসহ অন্যান্য উপজেলা থেকে সদস্য নিয়োগ দেয়া হয়েছে। এই চার উপজেলায় কি একজন যোগ্য ব্যাক্তিও ছিলো না?
বক্তারা আরো বলেন, নবগঠিত অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে আওয়ামীপন্থীসহ হত্যা মামালার আসামিদের নিয়োগ দেয়া হয়েছে, যা জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের রক্তের সাথে বেঈমানীর সামিল। অনতিবিলম্বে নিয়োগ পাওয়া বিতর্কিত ব্যাক্তিদের নিয়োগ বাতিল করে রাঙ্গামাটি জেলা পরিষদ পুনর্গঠন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com