রাঙ্গামাটি;- রাঙ্গামাটির চম্পকনগরে গরিব ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে শহরের পিডিবি রেস্ট হাউজে আয়োজিত এই ক্যাম্পে মোট ৬৭৬ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চক্ষু ক্যাম্পের আয়োজন করেন লায়ন ক্লাব অব চিটাগাং ফিনিক্স এবং লায়ন ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালি। ক্যাম্পটি বাস্তবায়ন করেন লায়ন্স চক্ষু হাসপাতাল, কোয়ান্টাম ফাউন্ডেশন, উন্মেষ এবং এসএসসি ব্যাচ ২০০১ রাঙ্গামাটি।
চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অভিক দে ইমু, ডাক্তার অনিক মজুমদার জয় এবং তাদের টিম। ক্যাম্পে ৪৭০ জন রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং ২০৬ জন রোগীকে চশমা প্রদান করা হয়। পাশাপাশি ২৭৮ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। পরবর্তী ধাপে এদের চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করানো হবে।
ক্যাম্প পরিদর্শন করেন লায়ন ক্লাব অব চিটাগাং এবং লায়ন্স চক্ষু হাসপাতাল, কোয়ান্টাম ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের তত্ত্বাবধানে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
স্থানীয়রা এই উদ্যোগে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। চক্ষু চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা পেয়ে তারা আনন্দিত এবং কৃতজ্ঞ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা করেছেন স্থানীয়রা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com