বান্দরবা:- বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানের নিহত কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩ সদস্যের মরদেহ উদ্ধার করেছে রুমা থানা পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সোমবার (২৫ অক্টোবর) সকালে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুননোয়াম পাড়া কুত্যাই ঝিরি থেকে লাশ উদ্ধার কর হয়।
নিহত কেএনএফ সদস্য পেনখুপ বম (৬৫), সে শ্যারন পাড়া গ্রামের মৃত থংনিয়ার বম ছেলে, ভানলাললিয়ান বম (২২) হ্যপিহিল পাড়ার ত্লোয়াং থন বমের ছেলে ও এলি ভানজির পার বম (১৮) সুয়ালনলু পাড়ার ভানসাং বমের মেয়ে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গতকাল সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের নিহত তিন সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। পরে তাদের পরিচয় সনাক্ত হয়ে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রুমা থানা ইনচার্জ ভারপ্রাপ্ত ওসি মো. সোহরাওয়ার্দী বলেন, গতকালেই সেনাবাহিনী ও কেএনএফ সন্ত্রাসী’র বন্দুক যুদ্ধ হয়। পরে আজ নিহত কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল সকালেই পাইন্দু ইউনিয়নে কুইত্যা ঝিরি এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। এসময় গোলাগুলিতে কেএনএফের তিন সদস্য নিহত হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com