বান্দরবান:- ঐতিহ্যবাহী নৌকা বাইচের মধ্য দিয়ে বান্দরবানে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা শুরু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) থেকে এই মেলা শুরু হয়। নৌকা বাইচ উপভোগে সাঙ্গুর দুই পাশে ঢল নামে মানুষের।
শনিবার বেলা ১১ টায় বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ প্রতিযোগিতার মধ্যে দিয়ে শুরু হওয়া ক্রীড়া মেলা চলতি মাসের আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই ক্রীড়া মেলার উদ্বোধন করেন। এ ছাড়া বান্দরবান সদর জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল এবং নৌকা বাইচ উপ-কমিটির আহ্বায়ক নিনি প্রু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, এই ক্রীড়া মেলা স্থানীয়দের ক্রীড়াঙ্গনে উন্নয়ন ও নবীন খেলোয়াড়দের উৎসাহিত করবে।
নিয়মিত ক্রীড়া চর্চাসহ পর্যটন শহরকে ক্রীড়া ও বিনোদনে সমৃদ্ধ করবে। ক্রীড়ার মাধ্যমে সকল জাতি ও জনগোষ্ঠীর মানুষকে এক কাতারে আনা যায় এবং সম্প্রীতির বন্ধন সমৃদ্ধ হয়। এ জেলা থেকেই দেশে ও বিশ্বে ক্রীড়াঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
এই নৌকা বাইচে অংশ নিয়েছে নারী-পুরুষের ১৮টি দল।
এর মধ্যে নারী দল ৭টি। শংখ নদীর উজানী পাড়া খেয়াঘাট থেকে শুরু হয়ে মধ্যম পাড়া পয়েন্টে এসে নৌকা দৌড়প্রতিযোগিতা শেষ হয়। প্রতিযোগিতায় পুরুষ গ্রুপে চ্যাম্পিয়ন হয় কালাঘাটা দুর্গা মন্দির দল এবং নারী গ্রুপে মারমা বাজার।
এ ক্রীড়া মেলার অন্যান্য ইভেন্টগুলো হচ্ছে ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, কাবাডি, ফুটবল, ঐতিহ্যবাহী বলি খেলা, নারীদের অ্যাথলেটিক্স ও তৈলাক্ত বাঁশে আরোহণ প্রতিযোগিতা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com