খাগড়াছড়ি:- খাগড়াছড়ির রামগড়ের দুর্গম পাহাড়ি এলাকা জরিচন্দ্রপাড়া হতে পিস্তল ও এলজিসহ সুবেল ত্রিপুরা প্রকাশ সজল (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোররাতে পুলিশের এক বিশেষ অভিযানে সে গ্রেফতার হয়। সে একটি মামলার সাজাপ্রাপ্ত ও অপর তিনটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী বলে জানা যায়।
পুলিশ জানায়, সজল ইউপিডিএফের মূল গ্রুপের প্রধান চাঁদা কালেক্টর ছিল।
পুলিশ আরো জানায়, গোপনসূত্রে খবর পেয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে ও রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিনের নির্দেশনায় রামগড় থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জরিচন্দ্রপাড়ায় অভিযান চালায়।
এসময় একাধিক মামলার পরোয়ানাভূক্ত আসামী সুবেল ত্রিপুরা প্রকাশ সজলকে (২৮) গ্রেফতার করে পুলিশ। পুলিশ তার বসতঘর তল্লাশি করে দেশিয় তৈরি একটি পিস্তল, একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করে।
ওসি মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গ্রেফতার সুবেল ত্রিপুরা প্রকাশ সজলের বিরুদ্ধে থানায় অস্ত্রসহ বিভিন্ন অপরাধের ৪টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তার তিন বছরের সাজা হয়। চারটি মামলায়ই সে পরোয়ানাভূক্ত পলাতক আসামী।
তিনি আরও জানান, মঙ্গলবার তার নামে অস্ত্র আইনে আরও একটি মামলা রুজু করা হয়েছে। তাকে খাগড়াছড়ি আদালতে সোর্পদ করার পর আদাল তাকে জেলা কারাগারে প্রেরণ করেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com