নানিয়ারচর:- রাঙ্গামাটির নানিয়াচরে অবৈধভাবে দীর্ঘদিন যাবত পাহাড় কেটে মাটি বিক্রি করে চলছে নানিয়ারচর বুড়িঘাটে ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মো. জামাল। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে গোপনে বহুদিন যাবত তার এই পাহাড়টি কেটে মাটি বিক্রি করে পাহাড় ধ্বংস করে দিয়েছে। নানিয়ারচরের ইসলামপুর গ্রামের এই পাহাড়টি দীর্ঘদিন যাবত কাটার ফলে পাহাড়ের অর্ধেক এখন খোলা মাঠে পরিণত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নারী জানায়, দীর্ঘদিন যাবত এই পাহাড়টি কাটা হচ্ছে। পাহাড়টির মালিক মো. জামাল নিজেই এই পাহাড়ের মাটি বিক্রয় করছে বিভিন্ন মাধ্যমে।
স্থানীয়দের সুত্রে জানা যায়, সম্প্রতি নানিয়ারচর বাজার গ্রামীণ ব্যাংকের পিছনের এলাকায় সুধাকর চাকমার ভবন নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক আকারে মাটি ভরাট করা করা হচ্ছে। মো. জামালের পাহাড়ের মাটি এনে সুধাকর চাকমা ভবনের মাটি ভরাট করা হচ্ছে।
রবিবার ভোর বেলা গিয়ে দেখা যায়, মো. জামালের পাহাড় থেকে মাটি কেটে ট্রাকে ভর্তি করা হচ্ছে। ব্যবসায়ী মো. রুস্তমের বরাতে সুধাকর চাকমার ভবন নির্মাণে মাটি ভরটের কাজের জন্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে মাটি।
এ বিষয়ে পাহাড়টির মালিক মো. জামালের সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও ব্যবসায়ী মো.-রুস্তম রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির বিষয়টি স্বীকার করেছেন।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিমুল এহসান খান জানায় অবৈধভাবে পাহাড় কাটার জন্য নানিয়ারচর উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা রেখে চলছে। এই বিষয়ে নানিয়ারচর থানাকে আমি অবগত করেছি। বিষয়টি তিনি দেখছেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com