রাঙ্গামাটি:- প্রথমবারের মতো রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত হয়ে গেল ১৩.৫ কিলোমিটার সুবলং চ্যানেল সুইমিং-২০২৪ প্রতিযোগিতা।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টায় বরকল উপজেলার সুবলং বাজার ঘাট হতে সাঁতারুরা সাতারে নামেন। বিকেল ৪টার মধ্যে তারা জেলা শহরের শহীদ মিনার ঘাটে এসে পৌছায়।
এতে অংশ নিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলের ২৬ সাঁতারু। এ আয়োজনের মাধ্যমে কাপ্তাই হ্রদ নিয়ে ভীতি ও কুসংস্কার দূর করার পাশাপাশি সাঁতারে আগ্রহ বাড়ার প্রত্যাশা আয়োজকদের।
প্রথমবার এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি প্রতিযোগিরাও।
পাশাপাশি এ আয়োজনের মাধ্যমে কাপ্তাই হ্রদ নিয়ে ভীতি ও কুসংস্কার দূর করার পাশাপাশি সাঁতারে আগ্রহ বাড়বে ।
এমন আয়োজনের মাধ্যমে পানিভীতি দূর করে ছেলে-মেয়েদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাঁতার প্রতিযোগিতার প্রস্তুত করতে সক্ষম বল মনে করেন আয়োজকরা।
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদকেন্দ্রিক দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে নিয়মিত এমন আন্তর্জাতিক মানের আয়োজনের দাবি পর্যটন সংশ্লিষ্টদের।
এদিকে বিকেলে শহীদ মিনার প্রাঙ্গনে বিজয়ী সাঁতারুসহ অংশ নেওয়া সকল সাঁতারুদের প্রধান অতিথি থেকে পুরুষ্কার প্রদান করেন, জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খান।
এসময় পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, রাঙ্গামাটি জোন কমান্ডার লে. কর্ণেল এরশাদ চৌধুরীসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা এবং সাঁতারুরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com