রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বরকল উপজেলায় ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে স্পিডবোট যোগে রাঙামাটি আসার পথে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আটককৃতরা হলেন, সুরেশ চাকমা (৩৯) ও অরং খান চাকমা (৩০)। তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬৯ হাজার ১০০ টাকা পাওয়া যায়।
বিজিবি সূত্র জানায়, স্পিডবোট যোগে ৬ যাত্রী রাঙ্গামাটি আসার পথে বরকলে বিজিবির চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় ২ ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃতদের বরকল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে সূত্র জানায়।
বরকল সার্কেলের সহকারি পুলিশ সুুপার আবদুল আউয়াল জানিয়েছেন, বরকল বিজিবি চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় ২ ভারতীয় নাগরিককে আটকের খবর পেয়েছি। বিজিবির আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করে পুলিশের কাছে হস্তান্তর করবে।
রাঙ্গামাটি বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল আনোয়ার লতিফ খান জানিয়েছেন, বিকাল চারটার দিকে বরকল বিজিবি চেকপোস্টে রুটিন অভিযানের সময় স্পীডবোটে ছয়জন যাত্রীকে জিজ্ঞাসাবাদকালে দুইজনকে পাওয়া যায়,যারা ভারতের ত্রিপুরা রাজ্যের লুংলে ও দেমাগ্রীর বাসিন্দা। তারা বাংলাদেশের ঠেগামুখ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের কাছে ভারতের পাসপোর্ট না থাকলেও ‘আদারকার্ড’ ছিলো। তাদের কাছ থেকে নগদ ২ লক্ষ ৬৯ হাজার বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com