বান্দরবান:- বান্দরবানে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রটিক ফ্রন্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে বান্দরবান শহরের বালাঘাটাস্থ জেলা কার্যালয়ে সকল ‘জুম্মদের স্বার্থ পন্থীদের প্রতিহত করে পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলনে ঐক্যবদ্ধ হোন” এই শ্লোগানে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা কমিটির সভাপতি উবামং মারমা।
এসময় অন্যদের মধ্যে ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আপ্রুমং মারমা, জেলা কমিটির সহ-সভাপতি রাম তং সাং বম, মেন রুং ম্রো , সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরা, সহ-সাধারণ সম্পাদক অং সাইন রাখাইন, লামা উপজেলা কমিটির সভাপতি মং শৈ প্রু ত্রিপুরা, জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা বর্ষা তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি হ্লা চিং মং মারমা উপস্থিত ছিলেন।
এদিকে সংগঠন প্রতিষ্ঠা ও ষড়যন্ত্রকারীদের বুলেটের আঘাতে আত্মত্যাগীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি উবামং মারমা বলেন, ইউপিডিএফ গণতান্ত্রিক দেশের উন্নয়নে পার্বত্য বান্দরবানের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সকল অসহায় নিপীড়িত মানুষের জন্য কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও কাজ করবে। যারা এই পার্বত্য চট্টগ্রামের নিরীহ জুম্মদের মধ্যে বিবাদ তৈরি করার জন্য ষড়যন্ত্র করছে সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে এবং পার্বত্য এলাকার শান্তি-শৃঙ্খলা উন্নয়নের স্বার্থে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com