স্পোর্টস ডেস্ক:- আগুন ঝরারো বোলিং করলেন হারিস রউফ। বোলিংয়ে আলো ছড়ালেন আব্বাস আফ্রিদি ও সুফিয়ান মুকিম। সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়াকেও দেড়শ রানের আগেই আটকে দিল পাকিস্তান।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানে ১৪৮ রানের লক্ষ্য দিতে পেরেছে অস্ট্রেলিয়া।
২২ রানে একাই ৪ উইকেট নিয়েছেন রউফ। ১৭ রানে ৩টি নিয়েছেন আব্বাস। ২১ রানে ২ শিকার ধরেছেন সুফিয়ান মুকিম।
টসজয়ী অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দারুণ। সাড়ে তিন ওভারে তারা তুলে ফেলে ৫২ রান। হারিস রউফ বোলিংয়ে এসে পাল্টে দেন ম্যাচের গতিপথ। একই ওভারে তুলে নেন দুই উইকেট।
জ্যাক ফ্রেজার-ম্যাকার্গকে (৯ বলে ২০) আগা সালমানের ক্যাচে পরিণত করার পর রানের খাতা খুলতে দেননি জশ ইংলিশকে।
পরের ওভারে ম্যাথিউ শর্টকে (১৭ বলে ৩২) বোল্ড করে দেন আব্বাস। এরপর মার্কাস স্টয়নিসকে (১৫ বলে ১৪) শিকারে পরিনত করে ৩০ রানের জুটি ভাঙেন সুফিয়ান। গ্লেন ম্যাক্সওয়েল (২০ বলে ২১) ঝড় তুলতে দেননি মুকিম।
মাঝের এই সময়টাকে দারুণ বোলিং করেন রউফ-আব্বাস ও মুকিম। টিম ডেভিডও (১৯ বলে ১৮) থিতু হয়েও বড় ইনিংস খেরতে পারেনি। তিনি রউফের শিকার। একটি করে ছক্কা চারে ২৩ বলে ২৮ রান করা অ্যারোন হার্ডিকে কট-বিহাইন্ড করেন আব্বাস।
জাভিয়ের বের্লেটকে বোল্ড করে চতুর্থ শিকার ধরেন রউফ।
অস্ট্রেলিয়া রান তুলেছে মূলত শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহয়ের ওভারে। নাসিম ৪ ওভারে ৪৪ ও আফ্রিদি ৪ ওভারে ৩৯ রানে উইকেটশূন্য ছিলেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com