রাঙ্গামাটি- রাঙ্গামাটির নানিয়ারচরে ধর্ষণ চেষ্টা মামলায় মো. বেলাল হোসেন(২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(১৩ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করে নানিয়ারচর থানা পুলিশ।
থানায় রেকর্ডকৃত মামলায় ভিকটিমের পিতা উল্লেখ করেন, নানিয়ারচর উপজেলার ইসলামপুর দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ১২ বছর বয়সী কিশোরীকে বহুদিন যাবত প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বেলাল। ভিকটিম তা প্রত্যাখ্যান করার পর বারবার তাকে উত্ত্যক্ত করায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে এর বিচার হয় এবং মৌখিকভাবে তাকে এসব অপকর্ম থেকে বিরত থাকতে বলা হয়। গত সোমবার দিবাগত রাত দুইটায় ভিকটিমের চিৎকার শুনতে পেলে ঘুম ভেঙ্গে তার রুমে গিয়ে বেলালকে পালিয়ে যেতে দেখা যায় এবং ভিকটিম বর্ণনা দেয় তাকে বেলাল সকলের অগোচরে রুমে ঢুকে মুখ চেপে ধরে মুখের বাম পাশে জখম করে এবং পড়নের পোশাক খোলার চেষ্টা করে আর ভিকটিম মুখ থেকে বেলালের হাত সরিয়ে চিৎকার করতে থাকে। পরে ভিকটিমের পরিবার স্থানীয়দের বিষয়টি অবগতি করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ বিষয়ে নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম বলেন, ধর্ষণ চেষ্টার মামলার পর বেলাল গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com