রাঙ্গামাটি:- রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করুন-এই আহ্বানে সুশাসনের জন্য নাগরিক-সুজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে রাঙ্গামাটি পৌরসভার কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুজন রাঙ্গামাটি সদর উপজেলা কমিটির সভাপতি পলাশ কুসুম চাকমা সভাপতিত্বে ও সম্পাদক শংকর হোড় এর পরিচালনায় এতে অতিথি ছিলেন সুজন জেলা কমিটির সভাপতি এডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা, সম্পাদক এম জিসান বখতিয়ার, দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক)এর সাধারণ সম্পাদক ললিস সি. চাকমা। এতে বক্তব্য রাখেন পৌর কমিটির সভাপতি ইন্দ্রদত্ত তালুকদার, সম্পাদক ইরফান রোমেল, জেলা কমিটির সহ সভাপতি সুকুমার বড়ুয়া, কোষাধ্যক্ষ আশীষ বড়ুয়া, মহিলা সম্পাদিকা ইসমত আরা বেবী, সদস্য এডভোকেট শ্রীজ্ঞানী চাকমা, বিনয় চাকমা ও আরমান খান, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি বিজয় গিরি চাকমা ও মাহমুদুল হক, মানবাধিকার বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, দিবস বিষয়ক সম্পাদক নীতিভুবন চাকমা, সুজন-বন্ধু’র সভাপতি মিশু দে, সহ সভাপতি উথাই মং মারমা। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আদনান সুজা।
বক্তারা বলেন, গণতন্ত্র সুসংহত না হলে সুশাসন প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়ে। ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়ার কারণে এবং নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়ায় পেশীশক্তির মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হতে দেখা যায়। যা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কখনোই কল্যাণকর নয়। সুজন মানুষের অধিকার ও কর্তব্যের বিষয়ে সচেতন করতে কাজ করে যাচ্ছে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে সুজন কাজ করে যাবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com