ডেস্ক রির্পোট:- পটুয়াখালীর মির্জাগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ জাহাঙ্গীর আলম ফরাজী(৪৮)নামের এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার সুবিদখালি তিন রাস্তার মোড় সংলগ্ন তার বাস থেকে আটক করা হয়।
আটককৃত জাহাঙ্গীর আলম ফরাজী উত্তর সুবিদখালী গ্রামের মোতালেব ফরাজির ছেলে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর ভোরে যৌথ বাহিনী জাহাঙ্গীর ফরাজীর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির দুইটি কক্ষ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং জাহাঙ্গীর ফরাজীকে আটক করে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
অভিযান পরিচালনাকারী সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, "সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী দেশব্যাপী যে অভিযান পরিচালনা করছে, তারই ধারাবাহিকতায় এই অভিযান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, "উদ্ধারকৃত অস্ত্র-গুলি কীভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামীম হাওলাদার বলেন, আটককৃত জাহাঙ্গীর ফরাজীর বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিশ্চিত করা হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com