রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্প্রীতি ও উন্নয়নে স্থানীয় পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের নিরাপত্তা প্রদান এবং জনহিতকর কার্য পরিচালনাসহ পার্বত্য চুক্তি বাস্তবায়নে সহযোগিতার অংশ হিসেবে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী।
অদ্য বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৪) খ্রিস্টাব্দে ৩ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন শাহ আব্দুল আউয়াল হাসেমী এর নেতৃত্বে এটি বিশেষ সেনাদল বন্দুকভাঙ্গা ইউনিয়নের চিতারডাক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বোর.২২ লং রাইফেল (চেকোশ্লোভাকিয়া) ১ টি, সিলিং ১ টি, এ্যামোঃ ২০ রাউন্ড ও ম্যাগাজিন ১ টি উদ্ধার করে সেনাবাহিনী।
সেনা অভিযানে একজন ইউপিডিএফ সশস্ত্র সদস্য আত্নসমর্পন করার কথা থাকলেও পরবর্তীতে আত্মসমর্পণ না করে পালিয়ে যায়। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন রাঙ্গামাটি সদর জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সকল অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, সশস্ত্র সন্ত্রাসী, এবং চাঁদাবাজদের গ্রেফতারের ফলে স্থানীয় জনমনে স্বস্তি পরিলক্ষিত হচ্ছে।
অবৈধ অস্ত্র উদ্ধারে স্থানীয় অধিবাসীরা সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং একই সাথে সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ জানান।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com