রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাপ্তাই উপজেলা শাখার সাবেক সভাপতি এম নূর উদ্দীন সুমনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই বিউবো ফুলবাগানের ভাড়া বাসা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত সুমন কাপ্তাই ৪ নম্বর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার মো. আবুল কাশেমের ছেলে।
সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর হামলা, নাশকতা, ও ভাঙচুর করাসহ অরাজকতা সৃষ্টিতে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা রয়েছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ (ওসি) জানান, গ্রেফতার এম নূর উদ্দীন সুমন কাপ্তাই পিডিবি ফুলবাগান এলাকার একটি বাসাতে লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসার একটি ওয়ারড্রবের ভিতরে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, আসামি সুমনের বিরুদ্ধে নাশকতা, হামলা, অরাজকতা এবং শিক্ষার্থীদের ওপর মারধর করার মতো অভিযোগ থানায় মামলা রয়েছে। আসামিকে বুধবার বিকাল ৪টায় রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com