খাগড়াছড়ি:- খাগড়াছড়ি সেনানিবাসে ‘শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিনের’ নামানুসারে নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকালে ওই রেঞ্জের উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান,পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর জোন কমান্ডার কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েলসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিন গত বছরের ১২ মার্চ বান্দরবানে রুমায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গুলিতে গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে শাহাদাত বরণ করেন। তার এ আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে খাগড়াছড়ি রিজিয়ন তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার নামানুসারে এ গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com